ডিজিটাল শিশু- গোলাম মোরশেদ চন্দন

বাবা বলে পড়তে বসো, আম্মু বলে খাও
পড়তে এখন ভাল্লাগে না, খেলতে একটু দাও
খেলা শেষে খেয়ে নেবো, বসবো না হয় পড়তে
খাঁচার ভেতর বন্দি করে, বলছে আমায় উড়তে।

এই শহরে নেই এখন আর, খেলার মতো মাঠ
বন্দিজীবন পার করছে, জানালা কপাট।
তারই ফাঁকে সুকৌশলে, আবদ্ধ জীবন
কেউ বোঝেনি সে যন্ত্রণা, করতে হয় বহন।

তাই তো এমন হাজার শিশু, গুহার অন্ধকারে
বাবা মায়ের ভুল ভাবনায়, খেলে কম্পিউটারে।
ডিজিটাল এই যুগের সাথে, মাঠের হয় না দেখা
মায়েরা আজ ভেবে দেখুন, সবশিশুরা একা।।

এই সমাজের সব বড়োরা, আসলে কি বড়
ভাবতে গেলে মনটা আমার,
হয় যে জড়োসড়ো।।