ডিসকর্ডের মতো চ্যানেল মেথড চালু করবে রেডিট

ডিসকর্ডের মতো চ্যানেল মেথড চালু করবে রেডিট

সম্প্রতি রেডিট একটি চমৎকার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ডিসকর্ডের মতোই চ্যাট চ্যানেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। বর্তমানে রেডিটে অ্যাসিক্রোনাস কমেন্টিং সিস্টেমে যোগাযোগ করা যায়। কিন্তু রেডিট চাচ্ছে ব্যবহারকারীরা যেন আরও ভালোভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন।

আপাতত রেডিট পরীক্ষা চালাচ্ছে। তারা সাবরেডিটে ২৫ টি গ্রুপ প্রতিষ্ঠা করেছে। সব গ্রুপ মিলিয়ে প্রায় ১ লাখ সদস্য রয়েছে। রেডিট বলছে এই চ্যানেলে প্রবেশ করা হবে সহজ ও যোগাযোগ হবে দ্রুত।

এর আগেও রেডিট চ্যাট গ্রুপ ফিচার চালু করেছিল ২০২০ সালে। সেবারের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা নতুন করে আবার গোছাতে চাচ্ছে। নতুন পদ্ধতিতে মডারেটররা সাবরেডিটে আরও বেশি নিয়ন্ত্রণ পাবে। কারা এই চ্যাটে অংশ নিতে পারবে তার নিয়ন্ত্রণও থাকবে। রেডিটই একমাত্র কোম্পানি যারা হোস্টভিত্তিক কমিউনিটি চ্যাট চ্যানেল বানানোর সুবিধা দিচ্ছে৷ এমনটা হোয়াটস অ্যাপ আগে করার চেষ্টা করেছিল। আপাতত তাদের এই চেষ্টাটি রেডিটের জন্য আকর্ষণীয় ত বটেই।

সূত্র: টেকক্রাঞ্চ