ডুব দেয় অসমাপ্ত চাওয়া – শরীফ সাথী

আমার চাওয়াগুলো যেন অসমাপ্ত থেকে যায়।
সেই কবে চেয়ে দেখছি তোমায়
মুচকি হাসির ফোয়ারা ভেজা ঠোঁট
নীল নয়না চোখ। মসৃণ গালে তিলক ছোঁয়া
পুষ্প ফোঁটা মুখয়বে অনুরাগের অনুভুতি
লম্বা কেশে ঢেউ তোলা বিন্দি
মেহেদী সাজানো হাত
জোছনা রাতে হেলেদুলে হাঁটা
মনে পড়ে খুব।
ক্ষণে ক্ষণে ডুব দেয় মনে আমার অসমাপ্ত চাওয়া।