ঢেপায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ ও পোশাক সহায়তা

মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে অগ্নিকান্ডে দিনমজুর নুর ইসলামের বাড়ি ভষ্মিভুত হওয়ার পরপরই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে নগদ ১৫ হাজার টাকা ও পোষাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ঘটনাস্থলে গিয়ে দিন মজুর নুর ইসলামের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা, খাদ্য ও পোষাক সামগ্রী প্রদান করেন। এছাড়াও তিনি করোনা পরিস্থিতি কেটে গেলে ঘর নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে ভুট্টা বিক্রির ৫০হাজার নগদ টাকা, ১০ মন ধান, ৫ মন গম পুড়ে গেছে। খবর পয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এ সহায়তা প্রদান করেন।

মেপ্র/ইএম