
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত রোবট নির্মাতা জাহিদ হাসান জিহাদের হাতে উপহার তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
শনিবার দুপুরে এক অনুষ্ঠানে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান সুমনের নেতৃত্বে বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম, বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাহাদত হোসেন, সাকিল আহমেদ, ফরাদ আলী, জাহিদুল ইসলাম রনি ও শফিকসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বাবু বলেন, এ অঞ্চলের প্রতিভাবান তরুণদের আমরা সবসময় উৎসাহিত করি। ভবিষ্যতে দেশের গৌরব বয়ে আনতে যারা নিরলসভাবে কাজ করছে, বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো।
রোবট নির্মাতা জাহিদ হাসান জিহাদ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি আমার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিলো। আমি চাই বাংলাদেশের তরুণরাও বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করুক।
অনুষ্ঠানে প্রতিনিধি দল জিহাদের তৈরি রোবটটি ঘুরে দেখেন এবং তার প্রযুক্তিগত দিকগুলো সম্পর্কে বিস্তারিত জানেন।
উল্লেখ্য, দর্শনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান জিহাদ “হ্যাজার্ড” নামের একটি রোবট তৈরি করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত World Invention Competition and Exhibition (WICE) এ স্বর্ণপদক অর্জন করেন।
রোবটটি বোমা নিষ্ক্রিয়করণ, অগ্নিনির্বাপণ, এবং বিপদজনক পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। এতে রয়েছে বহুমুখী সেন্সর, জ্যামিং সিস্টেম, লাইভ ভিডিও ট্রান্সমিশন এবং অগ্নি শনাক্তকরণ ও নিবারণ সুবিধা।
এই রোবট প্রকল্পে তার সহযোগী ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোহা বিন আসাদ (দ্বীপ)। তারা চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিকস ক্লাবের পক্ষ থেকে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
জাহিদের তৈরি “হ্যাজার্ড রোবট” আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।