তোমার আঙুল লিফলেট তোমার আঙুল রাইফেল তোমার আঙুল বিষের ছুরি তোমার আঙুল চৌদ্দশিকের জেল
যে তোমার আঙুল ছুঁয়েছে -সে নির্ঘাত মরেছে জনমের মত মরেছে, অকালে মরেছে-
যে তোমার আঙুল ছুঁয়েছে -করাতে কেটেছে-আগুনে পুড়েছে -প্রেমে মরেছে, সত্য।