চোখের কোনে অশ্রু ফোটা নিত্য বাসা বাঁধে, শব্দহীনা নীরব স্বরে মনটা কেনো কাঁদে।
হৃদয় জুড়ে ব্যথার পাহাড় কেমনে ভুলি স্মৃতি, আমেজ মেখে হাসি মুখে শিক্ষা দিতেন নীতি।
আজকের এ দিন চলে গেলে আসবে না আর ফিরে, প্রিয় স্যারের স্মৃতি গুলো থাকবে জীবন ঘিরে।