ঝিরিঝিরি বায়ু বহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, চারিদিকে থৈথৈ জলে ব্যাঘাতের হয় সৃষ্টি।
টাবুটুবু জল নামে ঢল হইচই খোকাখুকু, কলাগাছের ভেলা ভাসায় খেলে হাবুডুবু।
রিমঝিম বৃষ্টি টুপটাপ ফোঁটা বাবল উঠে জলে, ভালোবাসা মাখামাখি থইথই ছলেবলে।