
ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার মধ্য দিয়ে আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদ। যে সিনেমায় ক্যামিও চরিত্রে ‘আরমান মনসুর’ হিসেবে দেখা যায় তাকে। স্বল্প উপস্থিতির একটি চরিত্র দিয়ে যে ব্যাপকভাবে সিয়াম সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছেন, তা অবিশ্বাস্য।
সাধারণত খলচরিত্রে সিয়ামকে দেখা যায় না, তাই ‘আরমান মনসুর’-এর মতো একটি চরিত্র রীতিমতো সবাইকে চমকে দেয়। দর্শকরাও দেখে অবাক। সাদা একচোখা ভয়ঙ্কর লুকে ধরা দেন সিয়াম; মানুষরূপী অমানুষেরা দেখতে যেমন হয়, ঠিক সেই রূপে দশর্কদের মাত করে দেন তিনি।
তাণ্ডব সিনেমা স্বল্প চরিত্রের হলেও সিয়ামের এ সোয়াগ একরকম ঝড় তোলে দর্শকদের মাঝে। তাই নির্মাতা রায়হান রাফীর কাছেও আবদার রাখেন এমন এক চরিত্র নতুন কিছু করতে। রাফী আশাও দিয়েছিলেন। তবে একই প্রশ্ন ছোড়া হয় সিয়ামের কাছেও।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সিয়াম বলেন, ‘আমার মনে হয়েছিল, এই রকম ক্যারেক্টারকে মানুষ কেন ভালোবাসবে? তবে হ্যাঁ, এই ক্যারেক্টারের অন্যরকম একটা সোয়াগ রয়েছে। আরমান মনসুর থেকে দর্শকদের যে ফিডব্যাক পেয়েছি, সেটা ফ্যান্টাস্টিক।’
তিনি বলেন, ‘ডিরেক্টর শুরুতে জানান— আরমান মনসুর শুধু ঝলক দেখাতে আসেনি। দর্শকদের যদি পরে আরমান মনসুরের পূর্ণাঙ্গ কোনো কাজ আসে, তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেলার বা টিজার।
আগামীতে ‘আরমান মনসুর’ থেকে নতুন কোনো কাজ আসতে পারে সেই ইঙ্গিত সিয়ামের এ উত্তর খানিকটা আভাস দেয়। সিয়াম আরও বলেন, এরপর মনসুর কী করে সেটি জানার জন্য আমি অনেক বেশি আগ্রহী।
সূত্র: যুগান্তর ।