
চুয়াডাঙ্গার দর্শনায় আবারো চুরির ঘটনা ঘটেছে। কোনভাবেই যেন থামছে না এই চুরি। চুরি ঠেকাতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন কিন্তু অবশেষে সিসি ক্যামেরায় চুরি হয়ে গেছে।
এ ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবার রাতে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগা পাড়ায় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগা পাড়ার মৃত মহি উদ্দীনের ছেলে পল্লী চিকিৎসক শাহিন হোসেনের বাড়িতে এই চুরি সংঘটিত হয়।
বাড়ির মালিক শাহিন হোসেন জানান, গত ২৬/১২/২০২৫ তারিখ শুক্রবার রাত ১১:৪৫ ঘটিকার সময় অজ্ঞাত চোর আমার নিজ বসত ঘরের দেওয়ালে থাকা আমাদের নিজস্ব ইলেকট্রিকস সিসি টিভি ক্যামেরা ভেঙ্গে নিয়ে চলে যায়। পরে সকালে দেখতে পেলে স্থানীয় সাংবাদিকদের খবর দেন তিনি। এরপর দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তিনি আরও বলেন, আমার পাশের বাড়ির ইদ্রিসের সাথে ১ সপ্তাহ আগে বাকবিতন্ডা হয়। আমার ধারনা সে আমার উপরে রাগের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে, গত ১৯/১২/২০২৫ইং তারিখে শুক্রবার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে বিসমিল্লাহ ইলেকট্রিক দোকানে নামাজের সময় চুরির ঘটনা ঘটেছে এবং তার প্রায় ১০-১৫ দিন আগে কেরুজ মিল গেটের সামনে হাজী আব্দুল কাদের এর দোকানেও ঠিক দুপুরে নামাজের সময় এরকম চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও দর্শনা থানা এলাকায় রেলবাজারের বিভিন্ন দোকানে ও বিভিন্ন গ্রামে দিনে-রাতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে।
এ নিয়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। আবার এদিকে চুরি ঠেকাতে বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে অনেকেই সিসি ক্যামেরা স্থাপন করেছেন। কিন্তু এবার সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটায় সচেতন মহলেও চরম সমালোচনা ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, এই চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে সাধারণ মানুষের উদ্দেশ্য করেও তিনি বলেন, সকলকে একটু সজাগ থেকে পুলিশকে সহায়তা করবেন আর বিশেষ করে দিনের বেলায় চুরির ঘটনায় নিজেদের আরও সজাগ হতে হবে।
তিনি আরও বলেন, এর আগেও অন্যান্য চুরির ঘটনায় চোর সনাক্ত করে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। আর এই চুরি সহ পূর্বের চুরির ঘটনার বিষয়ে চোর সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।