
দর্শনার শ্যামপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তন্নি (২২) নামের এক গৃহবধূ আত্যাহত্যা করেছে।
নিহত তন্নি দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের সবুজ আহম্মেদের মেয়ে। গত রবিবার রাতে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটায়।নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে বিয়ে হয় একই গ্রামের দর্শনা বিজিবি ক্যাম্পের সামনে নজুর ছেলে সজিব মিয়ার সাথে।
সংসারে অভাব অনাটনে সজিব পাড়ি জমায় সৌদি আরব।সজিব এর মধ্যে দুইবার বাড়ি এসেছে। বাড়ি এসে বাসা ভাড়া নিয়ে সংসার করছিলো। হঠাৎ করে কি হলো কেউ বলতে পারছে না।
গত শনিবার রাতে ভাড়া বাড়ির ২য় তলায় ঘরের দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্যাহত্যা করে। পরে মেয়ের বাপ সবুজ আহম্মেদ মোবাইলে ফোন দেয় রিং আর ধরে না। পরে সন্দেহ হলে মেয়ের বাপসহ স্থানীয় লোকজন নিয়ে দরজা ভেঙ্গে তন্নির ঝুলন্ত মরাদেহ বের করে।
পরে খবর পেয়ে দর্শনা ও জীবননগর থানার সার্কেল আনোয়ারুল কবির ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শুনেছি তবে দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিক জিম্মায় দিয়ে দিয়েছি। তবে এ ঘটনায় দর্শনা থানায় একটি ইউডি মামলা হয়েছে।