
চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর-শৈলমারী সড়কে রাস্তায় কলাগাছ ফেলে নগদ টাকা ও মোবাইল ছিনতায়ের ঘটনা ঘটেছে।
গত বুধবার রাত ১১টার দিকে দর্শনা উজলপুর মাঠপাড়ার বাঁকের রাস্তায় কলাগাছ ফেলে পাখিভ্যানের গতি রোধ করে ৫-৬ জন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়।
ঘটনার বিবরণে জানা গেছে, দর্শনা থানার শৈলমারী গ্রামের মৃত আখের আলীর ছেলে কামরুজ্জামান ওরফে ছাব্বাস, কোরমানের ছেলে জসিম উদ্দীন ও হাসেম আলীর ছেলে আলামিন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী দেখে বাড়ি ফেরার পথে উজলপুর মাঠপাড়ায় পৌঁছালে ৫-৬ জন মুখোশধারী ছিনতাইকারী রাস্তায় কলাগাছ ফেলে তাদের ব্যারিকেড দেয়। পরে তাদের মারধর করে তিনজনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও দুটি টাচ মোবাইল ফোন ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ঘটনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, আমি তো সাক্ষী দিতে এসেছি যশোরে, এ ঘটনা আমার জানা নেই।
তবে এ বিষয়ে কামরুজ্জামান ওরফে ছাব্বাস জানান, আমি দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেছি।