
দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর চুরি মামলায় প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার দুপুরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা পৌরসভার শান্তিপাড়ায়। এ সময় দর্শনা থানা পুলিশ চাঞ্চল্যকর চুরি মামলার প্রধান আসামী শান্তিপাড়ার জয়নাল আবেদীনের ছেলে রাশেদ মিয়া ওরফে বাবু(২৮) দর্শনা দক্ষিণচাঁদপুর বাসস্ট্যান্ডপাড়ার রুহুল আমীনের ছেলে হাসানুজ্জামান হাসান(৩০),ও তিতুদহ গ্রামের মহিউদ্দীনের ছেলে (২) মোঃ বিপ্লব হোসেনকে (২৫) নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা দর্শনা থানায় জিআর-১৮১/১৩, প্রসেস নং-২৬৭/২৪ এবং দর্শনা থানা এলাকার বিভিন্ন চাঞ্চলকর চুরি মামলা রয়েছে। গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।