বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর শাখার ২নং ওয়ার্ড সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আয়কর আইনজীবি মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীরও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের জেলা টিম সদস্য মোঃ আব্দুর রউফ, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, থানা সেক্রেটারী মাহাবুবুর রহমান টুকু, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী, থানা নায়েবে আমীর জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক থানা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা আমীর রুহুল আমিন তার বক্তব্যে উপস্থিত নেতা কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে এখন থেকে মাঠে ময়দানে সুপরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান, যেন কোনো ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে বাকি না থাকে।