
চুয়াডাঙ্গার দারুস সালাম ক্যাডেট মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা সরকারি ফুড গুদামের পাশে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ, হাতের লেখা, গজল, হাদিস, সূরা ও জানাজা নামাজ প্রদর্শনী এবং ২য় পর্বে রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১ম পর্বের অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা ফরহাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা পৌর ইমাম কমিটির সাবেক সভাপতি ও পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম এবং দর্শনা ডি.এস. ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক মো. আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা ও প্রদর্শনী দেখানো হয়। এরপর পর্যায়ক্রমে ৫ থেকে ৮ বছরের বাচ্চাদের ইংরেজিতে কথোপকথন, আরবিতে হাদিস শরিফের তরজমা, বিভিন্ন মাসলা-মাসায়েল প্রতিযোগিতা, আরবি-বাংলায় লেখা এবং জানাজা নামাজ প্রদর্শন করা হয়। এ সময় অতিথি, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।