
দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে দর্শনায় দুঃসাহসিক চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনার এক স্কুল শিক্ষিকার বাড়িতে দিনে-দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
গত মঙ্গলবার সকালে কোনো এক সময় পৌর শহরের আমতলাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দর্শনা থানা পুলিশ চোর সন্দেহে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, দর্শনা আজমপুর ইটভাটা পাড়ার আশরাফুলের ছেলে আনিছ (১৭), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে অন্তর হোসেন ওরফে মারুফ খান (২৮) ও হারুনের ছেলে হৃদয় কে (২৫) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
উল্লেখ্য গত মঙ্গলবার চোরেরা, ঘরের গ্রীল কেটে ২১ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার মনজু ঘোষ সকাল ৮ টার দিকে কেরু উচ্চ বিদ্যালয়ে চলে যায়। স্কুল ছুটি করে দুপুর ১ টার দিকে বাসায় এসে দেখে চোরেরা ক্লাসিবল গেট কেটে চুরির ঘটনা ঘটিয়েছে। এ সময় চোরের দল ঘরের আলমারী ভেঙ্গে নগদ আড়াই লক্ষ টাকা, ৭ জোড়া স্বর্ণের চেইন, ১২ টি স্বর্ণের আংটি, ৭ জোড়া হাতের রুলি ও নাক ফুলসহ বিভিন্ন জিনিসপত্র চোরেরা নির্বিঘ্নে নিয়ে পালিয়ে যায়। গতকাল তাদের তিনজনকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।