
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়িতে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার হিজলগাড়ি মাঝের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আরিয়ান একই গ্রামের বাসিন্দা খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ৭ টার দিকে সবাই কাজে ব্যাস্ত ছিলো। আরিয়ান খেলা করছিলো সে সময়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
তারা আরও জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায় কেও জানতে পারেনি।একমাত্র পুত্র সন্তান হারিয়ে বাবা মা পাগলের প্রলাপ বকছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, খেলতে যেয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত হয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।