দর্শনায় পুর্ব শত্রুতার জের ধরে বিএনপির গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে।এতে মারাত্মকভাবে জখম হয়েছে দর্শনা মোবারকপাড়ার পিয়ার আলীর ছেলে শাহারুল(৩৫) নামের একজন।
তাকে মুমুর্ষ অববস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।ঘটনার বিবরনে জানাগেছে,গত পরশু মামুন নামের একজন দর্শনা রেল বাজার কাঁচা পট্রিতে বসে ছিল।বসে থাকা অবস্থায় পরানপুর গ্রামের আঃ জলিলের ছেলে শিমুল ও জাবেদ তাকে মারধর করে।
এ ঘটনার জের ধরে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পরানপুর গ্রামের শিমুল, জাবেদ,জনি ও রানা মোবারক পাড়া শাহারুলের বাড়িতে হামলা চালায়।হামালা চালিয়ে শাহারুলকে রামদা ও হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।তার সারা শরীলে ধারালো অস্ত্রের আঘাতে ১৬ টি সেলাই গিয়েছে বলে জানাগেছে।
শাহারুলকে মুমুর্ষ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় শাহারুলের পিতা পিয়ার আলী বাদি হয়ে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় দর্শনা থানায় ৪ নাম উল্লেখ করে মামলা হয়েছে।তবে এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনী।