দর্শনায় পৌর বিএনপি’র সমন্বয়ক কমিটির সদস্য মশিউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় দর্শনা পুরাতন বাজারের ব্যবসায়ী সাবেক পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাহবুবুল আলম খোকনের দোকানের সামনে থেকে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি এ লিফলেট বিতরণ শুরু করেন। দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে রামনগর পর্যন্ত দর্শনা মুজিব নগর সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মধ্যে ৩১ দফা সম্বলিত বিতরণ করেন।
এ লিফলেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র মহিদুল ইসলাম। লিফলেট বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমন্বয়ক কমিটির সদস্য প্রভাষক মশিউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক জিয়ার নেত্রীত্বে আগামীতে ৩১ দফা বাস্তবায়নসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুণঃপ্রতিষ্ঠা ও অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি দেশের মানুষের জন্য কৃষি উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি, দুর্নীতি প্রতিরোধ ও দেশের শাসন ব্যবস্থার উন্নয়নসহ নানা মুখী কার্যক্রমসহ ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে কাজ করবেন বলে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
এজন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাহবুবুল আলম খোকন ও হাজী খন্দকার শওকত আলীসহ অসংখ্য নেতাকর্মী।