
দর্শনা আনোয়ারপুর নিবাসি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি (৭৬) চিকিৎসাধীন অবস্হায় কেরুজ হাসপাতালে গতকাল দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে সহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকালে কেরুজ ক্লাব মাঠে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব ওবাইদুর রহমান সাহেল ও একদল জেলা পুলিশের গার্ড অব অনার প্রদানের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম চন্ডিপুর খামার পাড়ায় বাবার পাশে রাত ৯ টার দিকে সমাহিত করা হয়।
এসময় দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসানাত, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, বদরুল আলম ফিট্টু, এরশাদ মাস্টার, আঃ খালেক, কুষ্টিয়া লালন একাডেমীর আলম হোসেন, আবু জাফর সাইদ, জুলফিকার, আলমডাঙার হাফিজ মাস্টার, চুয়াডাঙ্গা ওহিদ স্টোরের মালিক ওহিদুল ইসলাম চিশতি, বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউল সহ কয়েক”শ” মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি চুয়াডাঙ্গা জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিতে শিল্পকলা পদকপ্রাপ্ত সংগঠন দর্শনা বাউল পরিষদের উপদেস্টা মন্ডলির সদস্য ছিলেন।


