
প্রচন্ড শীতের প্রকোপে সারাদেশ সহ দর্শনা ও পার্শ্ববর্তী অঞ্চলের অবস্থা চরম নাজেহাল৷ দেশের সর্ব্বনিন্ম তাপ মাত্রার রেকর্ডে চুয়াডাঙ্গা জেলা এবারো স্থান করে নিয়েছিলো কয়েকবার।
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ ও তার সহধর্মিণীর সেবা মূলক প্রতিষ্ঠান "মাহামুদ মায়া তাকওয়া ওয়েলফেয়ার ট্রাস্টে"র অর্থায়নে গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা রুদ্রনগর দারুল কোরআন মাদ্রাসায় ও এতিমখানায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন৷
এছাড়াও হাউলি ইউনিয়নের লোকনাথপুরে দরিদ্র কৃষি শ্রমিকদের মাঝে দুপুরে কম্বল বিতরন করেন। ইতোপূর্বে, গত ১-৭ জানুয়ারি বুয়েটে-৮৭ ফাউন্ডেশনের সহায়তায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকা, তিতুদহ ইউনিয়ন, বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী ও মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে গণমাধ্যম কর্মী আব্দুস সামাদ আজাদ বিপুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণে করা হয়।
পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকুক এ আশা ব্যক্ত করেন সুবিধাভোগীরা৷