
দর্শনার সাড়াবাড়িয়ার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলের সাথে ধাক্কা লেগে জীবন (৩৫) নামের একজন যুবক নিহত হয়েছে।নিহত জীবন দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামের সেলিম হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল রবিবার বেলা ১২ টার দিকে মদনা থেকে সাড়াবাড়িয়া সড়কে যাওয়ার পথে সাড়াবাড়িয়া মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্য হয়। গতকালই মদনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


