চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে বাবু (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা ও ঝিনাইদহ পিআইবির একটি টিম।
আজ রবিবার সকাল ১০টার দিকে দর্শনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত বাবুল আক্তার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবু খাওয়া-দাওয়া শেষ করে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান।এরপর আজ রবিবার ভোরে বাবা-মা তার শয়নকক্ষে গিয়ে দেখেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তার পিঠে একটি ক্ষতচিহ্ন রয়েছে। এরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রিপল নাইন (৯৯৯) ফোন করলে দর্শনা থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।