দর্শনার ব্রাদার্স রাইস মিলে তরল দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ব্রাদার্স রাইস মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ব্রাদার্স রাইস মিল বন্ধ করে সবাই চলে যায়। হঠাৎ করে ভোরের দিকে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাইস মিলের ভেতরে থাকা ২০ বস্তা চালের গুঁড়া ও একটি পালসার মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা, তরল দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।
মিল মালিক খন্দকার সাইফুল আজম সেন্টু বলেন, আমার তো কারও সঙ্গে শত্রুতা নেই। তবে আমার ছেলের সঙ্গে আছে কিনা, আমার জানা নেই।