
দর্শনা কেরু সাবজোন মিলগেট পূর্ব শৈলমারী গ্রামে আখচাষী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শৈলমারী মসজিদ মোড়ে এ আখচাষী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষী আজিবর রহমান। ২০২৫-২০২৬ রোপণ ও মাড়াই মৌসুমে আখ রোপণ এবং পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
এ সময় তিনি বলেন, “আপনারা আগাম আখ চাষ করলে আপনাদের ভর্তুকি দেওয়া হবে। এতে আখের ফলন ভালো হবে এবং চিনির আহরণ বাড়বে। তাই ভালো মানের বীজের আখ সরবরাহ করুন, এতে আপনারা অনেক লাভবান হবেন। অন্যান্য ফসলের তুলনায় ক্ষতির সম্ভাবনা কম হবে। তাই আপনারা আখ চাষের প্রতি মনোযোগ দিন। দেখবেন আপনাদের উন্নতি হচ্ছে, পাশাপাশি চিনিকলও ঘুরে দাঁড়াচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (কৃষি সম্প্রসারণ) মাহবুবুর রহমান, এসসিডিএ মাহফুজুল আলম রতন ও সিডিএ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান।
আখচাষীদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম মোল্লা, মাসুম মোল্লা, ছমির আলি, আসলাম, রায়হান মোল্লা, সামসুল, আছির, ওহিদুল মাস্টারসহ শতাধিক চাষি।