দর্শনায় চিনিকল বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা

বাংলাদেশ চিনিকল কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশন’র যৌথ উদ্যোগে চিনিকল সমূহ বন্ধের প্রতিবাদে এবং ৫ দফা দাবিতে আগামী ২৮/১১/২০২০ তারিখে মানববন্ধনের কর্মসূচি সফল করার লক্ষ্যে দর্শনা কেরু’জ ট্রেনিং কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেরু এ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকলের শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, সাবেক মেয়র মহিদুল ইসলাম।

মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, কেরু এন্ড কোম্পানি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান, শুধু কেরু এন্ড কোম্পানি নয় বাংলাদেশের সকল চিনিকল টিকিয়ে রাখতে হবে, এসব প্রতিষ্ঠান এর উপর লক্ষ লক্ষ পরিবার নির্ভরশীল, কোন ভাবেই এটি বন্ধ হতে দেওয়া যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কেরু এ্যান্ড কোস্পানি চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান, আখচাষী কল্যাণের সভাপতি আব্দুল হান্নান, জাসদ নেতা আনারুল ইসলাম (বাবু), কবি আবু সুফিয়ান, ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।