দর্শনায় বাল্য বিবাহ, যৌন হয়রানী, মাদক ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ছেলের একুশ মেয়ের আঠারো এর নিচে বিয়ে নয় শ্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহ, যৌন হয়রানী, নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় প্রতিনিধিদের ভুমিকা নিয়ে কিশোর-কিশোরীদের সাথে সংলাপ এবং মাদক, দুর্নীতি ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার রামনগর কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। এছাড়া পুষ্টিকর খাদ্য রান্না কিশোর কিশোরীদের প্রশিক্ষণ বিষয়ক ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
রান্ন করা খাবারের পুষ্টিমান বজায় রেখে রান্না করা পদ্ধতি সর্ম্পকে প্রশিক্ষণ ও বনভোজন করা হয়।

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ফজলুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

বিশেষ অতিথি দর্শনা পৌর মেয়র রেজাউল ইসলাম, ওর্য়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংবাদিক হানিফ মন্ডল, সহ-সমন্বয়কারী মজিবর রহমান ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসরাইল হোসেন খান ও পিংকি রানী মন্ডল।

-দর্শনা প্রতিনিধি