দর্শনায় বিজিবির অভিযানে ২ মণ রুপার গহনা ও  ২০টি স্বর্ণের বারসহ নারী আটক

দর্শনায় বিজিবির অভিযানে ২ মণ রুপার গহনা ও ২০টি স্বর্ণের বারসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীতান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এ দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরী ৭৭ কেজি ৭শ গ্রাম রুপার গহনা ও সোয়া ২ কেজি স্বর্ণ সহ শাহানারা নামের এক নারী পাচারকারীকে আটক করেছে। পৃথক আরেক অভিযানে বিজিবির উপস্থিতি টেরপেয়ে রূপার গহনা ফেলে পালিয়েছে এক চোরাকারবরীকে।

আটককৃত নারী চোরাকারবারী শাহানারা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী।

বিজিবি জানায়, আজ বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমান তৈরীকৃত রুপার গহনা পাচার করা হচ্ছে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৬ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন মোবারকপাড়া আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোবারকপাড়া আবাসিক এলাকায় বসবাসকারী মোস্তফা আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে

চোরাকারবারী সোহাগ কতৃক ফেলে যাওয়া রুপা ভর্তি ৪টি প্লাষ্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় এবং পার্শ্ববর্তী সোহাগের বসতবাড়ি হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ১২৬টি খালি প্যাকেট এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত ৪টি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৭৭ কেজি ৭০০ গ্রাম ভারতীয় তৈরীকৃত রুপার গহনা উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সুবেদার জহির উদ্দিন বাবর বাদী হয়ে দর্শনা মোবারকপাড়ার মৃত বাবু আলীর ছেলে সোহাগ (৩০)কে পলাতক আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করা সহ উদ্ধার হওয়া ভারতীয় তৈরীকৃত রুপার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপর দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন জেলার দর্শনা থানার অন্তগর্ত বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়নের অধিনস্থ সীমান্তের বারাদী বিওপি কমান্ডার নাঃ ‍সুবেঃ আহসান কবীর, পিবিজিএম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় এ্যাম্বুশ করে আনুমানিক দুপুর ১ টার দিকে একটি অটো রিক্সা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল অটো রিক্সাটির গতিরোধ করে অটো রিক্সায় অবস্থানকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন বোরকা পরিহিত মহিলাকে সন্দেহ করে।

সন্দেহ ভাজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তার কাছে কোন চোরাচালানী পণ্য নেই মর্মে বিজিবি টহলকে অবহিত করেলে টহল দলের মহিলা সদস্যগণ আটককৃত চোরাকারবারী ৪৮ বছর বয়সী শাহানারা নামের নারীর দেহ তল্লাশি করে বুকের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট হতে ২০টি স্বর্ণের বার (২ কেজি ৩৪১ গ্রাম) এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত চোরাকারবরী শাহানারা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী। এ বিষয়ে হাবিলদার ওবাইদুর রহমান দর্শনা থানায় মামলা করে আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়।