দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি পালিত

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার দর্শনাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি পালিত হয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ৭ টায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৮ টায় দর্শনা পৌরসভার আয়োজনে দর্শনা পৌর/কলেজ মাঠে গণজমায়েত হয়। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ আসেন। এরপর জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু ও শোক পতাকা উত্তোলন করেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এরপর দর্শনা সরকারি কলেজে অবস্থিত দর্শনার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় ও শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম।

তারপরে একে একে সকল শ্রেণি পেশার মানুষ ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করেন। সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করে, রাজনৈতিক দল- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা ডি এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বি ডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, অংকুর আদর্শ বিদ্যালয়,

লিটিল এনজেল্স স্কুল, আদর্শ প্রি ক্যাডেট স্কুল, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাস্টম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শনা পৌর বিশেষ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনা প্রেস ক্লাব, ফারিয়া, রেল বাজার দোকান মালিক সমিতি, পুরাতন বাজার দোকান মালিক সমিতি, দর্শনা সোসাইটি, মৌচাক সংগঠন, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন, অনির্বাণ থিয়েটার, ওয়েভ ফাউন্ডেশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজেলা শাখাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।