দর্শনায় শান্তিপূর্ণ ও উৎসব মুখোর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় শান্তিপূর্ণ ও উৎসব মুখোর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে এ বছর ২২টি মণ্ডপে দূর্গাপূজা উৎযাপন করা হচ্ছে। ভক্তরা সুশৃঙ্খলভাবে পুস্পাঞ্জলি দিয়েছেন মা দেবী দূর্গার পদতলে।

গতকাল রবিবার বিকাল থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের প্রতিমাকে একনজর দেখতে প্রতিটি পূজা মণ্ডপে ভীড় করেন। এছাড়া দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এছাড়া পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রাহমান বুলেট দর্শনা ও পারকৃষ্ণপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

দামুড়হুদা উপজেলা দূর্গা উৎসব কমিটির সভাপতি উত্তম কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক শ্রী অনন্ত কুমার শান্তারা জানান, এ বছর কোন পূজা মণ্ডপ ঝুকিপূর্ণ নেই, শান্তিপূর্ণ ভাবে দূর্গা উৎসব পালিত হচ্ছে।

উপজেলার ২২টি পূজা মণ্ডপের মধ্যে দর্শনা নবগঠিত থানার অধিনে ১৬টি মণ্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে পূজা মণ্ডপগুলোয় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকলেও দর্শনা নবগঠিত থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান এর নেতৃত্বে পুলিশি টহল ছিলো চোখে পড়ার মত।

এছাড়া উপজেলায় আনসার বাহিনীর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে¡ ১০জন করে ৩টি টহল দল পূজা মণ্ডপগুলো টহল দিচ্ছেন বলে জানা গেছে।