দর্শনা ঈশ্বরচন্দ্রপুর নিমতলা সীমান্তে মাঠে ৬ হাজার পেঁপে গাছের চাঁরা ও কলা কর্তন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর নিমতলা সীমান্তে মাঠে মো: মহিদ উদ্দিন নামের এক কৃষকের ৩ টি বের্ডের ৬ হাজার পেঁপের গাছ চারা কর্তন ও একটি কলা বাগানের ১২ টি কলার কান্দি কেটে নিয়ে গেছে দূর্বত্তরা।

অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে চাষী তার দর্শনা নিমতলী পেঁপে বের্ডে ও কলাবাগানে গিয়ে এ ঘটনা দেখতে পাই।
কৃষক মো: মহিদ উদ্দিন বলেন, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফিট্রু ও জনি নামের দুজন মিলে পেঁপের চারা ও কলা গাছের কান্দি কেটে নিয়ে গেছে। প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিত ভাবে তার ৩ টি বের্ডের ৬ হাজার পেঁপে গাছের চারা কর্তন করে ও একটি কলা বাগানের ১২ টি কলার কান্দি কেটে নিয়ে যায়।

এরপর প্রতিপক্ষরা পেঁপে চারা ও কালার কান্দি কেটে খান্ত হয়নি। তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন।
এঘটনায় দর্শনা থানায় একটি লিখিত এজাহার দাখিল করছে।

এ ঘটনায় চাষী মহি উদ্দিন সাংবাদিকদের বলেন, আমি একেবারে পথে বসিয়ে দিয়েছে। আমার ৮ বিঘা জমি রেডি করে রেখেছি আমি দুই একদিনের ভিতর চারা লাগবো। সেই মূহুর্তে সব কেটে দিয়েছে এতে প্রায় আমার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।