দর্শনা ও দামুড়হুদায় ৫টি প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান পরিচালনাকারী নিবার্হী ম্যাজিট্রেট সহকারী ভুমি কমিশনার এ এইচ এম তাসফিকুর রহমান জানান, গতকাল বুধবার দর্শনা ও দামুড়হুদায় ৪টি হোটেল ও একটি রেস্টুরেন্টকে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এবং স্যানিটারি ইন্সপেক্টর এর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসব হোটেল গুলোর মধ্যে দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে, দামুড়হুদা বাসস্ট্যান্ড হোটেল, ফ্যান্টাসি পার্কসহ ৩টি প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা এবং দর্শনা আল্লাহর দান হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান। বাসি খাবার ও নোংড়া পরিবেশে এসব প্রতিষ্ঠার পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালত তাদেরকে জরিমানা করেন। আগামীতে সর্তক করে দেন যাতে করে হোটেল রেষ্টুরেন্টগুলো পরিস্কার পরিছন্ন রাখা হয় এবং বাসি ও পচা খাবার যাতে বিক্রী করা না হয়।