দর্শনা কেরুজ চিনিকলের সিডিএ ও সিআইসিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

দর্শনা কেরুজ চিনিকলের সিডিএ ও সিআইসিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে চিনিকলের সিডিএ,সিআইসিদের সাথে অনুষ্ঠিত হয়।

কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে মতবিনিময় করেন, ঢাকা বি,এস,এফ,আই,সি’র প্রধান সিপিই, ও প্রধান টিএস এর দায়িত্বে অতিরিক্ত কৃষিবিদ দিলীপ কুমার সরকার। আলোচনায়, দর্শনা কেরুজ চিনিকলে চলতি ২০২১-২০২২ মাড়াই মৌসুমের প্রক্কালে পরিস্কার পরিচ্ছন্ন ও সবুজ ডগামুক্ত আখ সরবরাহ করা এবং ২০২১-২০২২ রোপন মৌসুমে আখ রোপন অগ্রগতি, একর প্রতি ফলন বৃদ্ধি ও লখ্যমাত্রা অর্জনের লক্ষে সিডিএ ও সিআইসিদের সাথে মতবিনিময় করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহা-ব্যবস্হাপক (কৃষি) গিয়াস উদ্দিন, কেরু’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহামেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, উপ-ব্যবস্থাপক (সম্প্রঃ) আব্দুর রউফ, ব্যবস্থাপক (বীজঃ পঃ কৃষি তত্ব) দেলোয়ার হোসেন, সিপিও মাহাবুবুর রহমান সহ সকল সাবজোন প্রধান ও সকল সাবজোনের সিডিএ, সিআইসিগণ।