দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৮ মার্চেই অনুষ্ঠিত হবে নির্বাচন। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণসভায় ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসান, সদস্য সচিব, মিলের মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদা হাসান বাদশা, সদস্য উপ-ব্যবস্থাপক (পার্সনাল) আবদুল ফাত্তাহ, উপ-ব্যবস্থাপক (পরিঃ প্রকৌশলী) আবু সাঈদ ও জুনিয়র অফিসার (ভূমি) জহির উদ্দিন। ৫ সদস্যের এ নির্বাচন কমিটি প্রথম বৈঠক করেন গত ২২ ফেব্রুয়ারি। পরদিন সন্ধ্যায় ইউনিয়ন অফিস থেকে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ি ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার বিবরণ প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে খসরা ভোটার তালিকা। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত খসরা ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি আপত্তির শেষ সময় দেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। দুপুর ১২ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় দেয়া হয়েছে। বিকাল ৩ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সন্ধ্যা ৬ টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাচাই ও রাত ৮ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় দেয়া হয়েছে। ২ মার্চ বিকাল ৩ টার দিকে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ মার্চ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কেরুজ বিদ্যালয়ে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সভাপতি তৈয়ব আলী ও সাবেক সভাপতি আজিজুল হকের ছেলে ফিরোজ আহম্মেদ সবুজ। সাধারণ সম্পাদক পদে এবারো নির্বাচনী মাঠ গরম করছেন বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স। এ ছাড়া সহসভাপতি, যুগ্নসম্পাদক ও সদস্য পদে রয়েছেন অর্থশত প্রার্থী। তবে বরাবরের মতো এবারের ভোটে নেই তেমন জাক-জমক অবস্থা। বহিরাগতদের আনাগোনাও তেমন লক্ষ করা যাচ্ছেনা। ছবি সংবলিত ব্যানার, পোষ্টার, ফেস্টুনে মুড়ানো হয়নি কেরুজ আঙ্গিনা। এবার যেন নির্বাচনী গরম নয় শীতল বাতাশ বইছে কেরুজ এলাকায়।।