দর্শনা কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখ চাষীরা দ্বিতীয় দিনের মত কর্মবিরতি

চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী এবং আঁখ চাষীদের দ্বিতীয় দিনেও কর্ম বিরতি ও সমাবেশ অব্যহত রেখেছেন।

আজ বুধবার শ্রমিকরা তাদের ৫দফা দাবী সর্ম্পকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে অবহিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলীপি পেশ করবেন শ্রমিক ও কর্মচারীরা জানান।

এছাড়া বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির ডাকে আগামী ১০ ডিসেম্বার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করবেন। যেহেতু শ্রমিক কর্মচারী ও আঁখ চাষীদের দাবী একই সে করণে ঐ মানব বন্ধনে সমর্থন জানিয়ে অংশ নেবেন বলে শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী তার বক্তব্যে বলেন। দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের লোকসানের বোঝা কমাতে ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে দর্শনা কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আঁখ চাষীরা কর্ম বিরতী ও সমাবেশ পালন করেছে।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেরু এ্যান্ড কোম্পানীর ডিষ্ট্রিলারীর গেটের সামনে এ কর্ম বিরতি ও সমাবেশ করেন। বাংলাদেশ খাদ্যশিল্প করপোরেশন দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত ৮ডিসেম্বার থেকে দেশের ১৫টি চিনিকলের শ্রকিরা আন্দোলন করে আসছে। এসব চিনিকলগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া, পাবনা, রংপুর, পঞ্চগড় শ্যামপুর ও সেতাবগঞ্জ।

চলতি আঁখ মাড়াই মৌসুম চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ও আঁখচাষী ফেডারেশনের যৌথ উদ্যোগে আন্দোলনে নেমেছে।

চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আঁখ চাষী কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুল বারী, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দিন, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, মেম্বর বাবর আলী,শরিফুল ইসলাম ও আকরাম হোসেন প্রমুখ।

বক্তারা ১৫টি চিনিকল উন্নয়ন করে চালু করার দাবীতে ১৫টি চিনিকলের স্ব-স্ব এলাকায় ১০ ডিসেম্বার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী বরাবর, স্বারকলীপি পেশ করবেন বলে জানা গেছে।

শ্রমিক-কর্মচারী ও চাষীরা আসন্ন মাড়াই মৌসুম ৯টি চালু ও ৬টি মিল বন্ধের আত্মঘাতি সিন্ধান্ত বাতিল ও প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় সকল মিল বন্ধসহ রেলপথ, সড়কপথ অবরোধসহ মানব বন্ধনের মত নানা কর্মসূচি গ্রহন করা হবে বলে বক্তারা জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।