
দর্শনা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর হঠাৎ বদলি আদেশ হয়েছে।
গতকাল বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার এর মাধ্যমে এ বদলি আদেশ পঠানো হয়েছে। তবে কোন থানায় তাকে বদলি করা হয়েছে তা জানা যায়নি। একটি সুত্র বলছেন, আপাতত তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে নেওয়া হতে পারে।
তিনি গত ০৬/১০/২০২৪ তারিখ দর্শনা থানায় যোগদান করেন এরপর গতকাল বুধবার বদলি আদেশ পেলেন। কি কারণে তাকে হঠাৎ বদলি করা হলো তা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, এখানে ১৩ মাস হয়ে গেছে। তাছাড়া এটা আমাদের রুটিন মাফিক নিয়ম অনুযায়ী বদলি হয়েছে। চাকুরীর নিয়মই এমন। আপাতত তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে যেতে হবে। পরবর্তীতে জানা যাবে কোথায় যেতে হবে।