
হাট-ঘাট, বিল-বাঁওড় দখল করে ব্যক্তিগতভাবে সম্পদশালী হওয়ার রাজনীতি আমরা করি না এবং করিওনি। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে, যেখানে সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে” এমন মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আইনজীবী রুহুল আমিন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন বলেন, আপনাদের চাওয়া আর আমার চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন দুই পক্ষের লক্ষ্য এক হয়, তখন সফলতা আসবেই ইনশাল্লাহ। আমরা দেশ থেকে দালালমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। দালালনির্ভর ও লুটপাটনির্ভর রাজনীতি বন্ধ করা জরুরি। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় প্রকৃত কোনো টেকসই উন্নয়ন হয়নি। হয়েছে ব্যক্তি উন্নয়ন। কেউ কেউ সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে রাজপ্রাসাদ গড়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
একটি প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, ঘটি-বাটি পরে গাধা হাসে যারা নিজেরাই ব্যর্থ, তারাই আজ বড় বড় উন্নয়নের কথা বলে। জনগণ এখন সচেতন, তারা আর প্রতারণায় বিশ্বাস করবে না।
রুহুল আমিন বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে মানবিক সমাজ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, জাহিদুল ইসলামসহ দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।