দর্শনা-মুজিবনগর সড়কের কালভার্ট নির্মাণে নেই কোন সতর্ক চিহ্ন: প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

চুয়াডাঙ্গা জেলার দর্শনা-মুজিবনগর সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যই শুরু হয়েছে। রাস্তাটির প্রশস্থ বাড়ানো ও সংস্কারের আগে রাস্তাটির বেশ কয়েক জায়গায় কালভার্ট নির্মানের কাজ চলছে।রাস্তাটির কালভার্ট নির্মাণে সড়কের উপর আগে থেকেই কোন সতর্ক চিহ্ন না থাকায় পথচারীরা হঠাৎ করে নির্মাণাধীন কালভার্টের কাছে পৌঁছে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে অন্য জেলা থেকে আসা মটরসাইকেল আরোহীসহ ট্রাক, মিনিট্রাক পড়ছে চরম ভোগান্তিতে।
বড় ধরনের সড়ক দুর্ঘটনা এড়াতে প্রতিটি কালভার্ট নির্মাণের স্থানে সতর্কতা চিহ্ন বা সতকর্তামূলক লেখা দিয়ে দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সংশ্লিষ্ট কৃতপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও সচেতন মহল।