
দর্শনা রেলবাজার কাঁচাবাজার পট্টিতে রেলবাজার সমবায় সমিতির আয়োজনে নবনির্বাচিত সদস্যদের নিয়ে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ব্যবসায়ী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন রেলবাজার সমবায় সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, সাবেক অধ্যক্ষ আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা, আন্তরিকতা ও সহমর্মিতার কারণেই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। বিজয়ী ও পরাজিত সকলের মিলেমিশে কাজ করার এই উদারতা বাজারের উন্নয়নকে আরও এগিয়ে নেবে।
বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম। তিনি নবাগত সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা দায়িত্ব ও বিশ্বাস নিয়ে কাজ করবেন, আমরা আপনাদের পাশে আছি। তবে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে বাজারের সামগ্রিক স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তিনি শৃঙ্খলা, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের কল্যাণে সৎভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য দেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী লিওন রাসেল, পরাজিত সভাপতি প্রার্থী জুয়েল হোসেন, নবাগত সাধারণ সম্পাদক রতন হোসেন ও নবাগত সভাপতি তোফাজ্জল হোসেন।
বক্তারা সবাই বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ব্যক্তিগত প্রতিযোগিতা শেষ, এখন সময় বাজারের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।
সভায় আরও উপস্থিত ছিলেন রেলবাজার দোকান মালিক সমিতির নবাগত সদস্যরা এবং রেলবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী।
মতবিনিময় সভা ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে শেষ হয়।