দর্শনা সীমান্তে ৭ কেজি রুপাসহ ২ চোরাকারবারী আটক

দর্শনা সীমান্তে ৭ কেজি রুপাসহ ২ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা বাড়াদী সীমান্তে প্রায় ৭ কেজি দানাদার রুপাসহ ২ চোরাচালানীকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।

আজ বুধবার (১লা নভেম্বর) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি নেতৃত্বে অভিযান চালায় হৈবৎপুর মাঠে ৬ বিজিবির বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্তের মেইন পিলার ৮০ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হৈবতপুর মাঠের পাশে অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক ভাবে তিনজন ব্যক্তিকে সীমান্তের দিক থেকে পায়ে হেটে বাংলাদেশের অভ্যন্তরে হৈবতপুর মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। বিজিবি ধাওয়া করে বিজিবি সশস্ত্র টহল দুই ভাগে বিভক্ত হয়ে তাদেরকে ধাওয়া করে দুইজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী হৈয়বতপুর গ্রামের আবু ববক্কর (২২), পিতা-আবুল কাশেম, ইমার হামজা (২৩), পিতা- হিসাব আলী।পরে তাদের দেহ তল্লাশী করে ২ জনের কোমরে সাদা কপড়ে পেছানো ৬কেজি ৯শ৯০ গ্রাম দানাদার রুপা উদ্ধার করে। উদ্ধারকৃত দানাদার রৃপার বাজার মৃল্যে ১২ লক্ষ টাকা।এ ঘটনায় বাড়াদী ক্যাম্পের হাবিলদার মনির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছে। এবং আটককৃত রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।