
চুয়াডাঙ্গা জেলার দর্শনা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বপ্ন পূরণ হলো দর্শনাবাসির। ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেসের স্টপেজ হল্ট স্টেশনে যাত্রা বিরতি প্রদান করলেন রেলপথ মন্ত্রণালয়। এই উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা রেলবাজার মুক্ত মঞ্চে ছাত্র জনতার উদ্যোগে একটি আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করেন।
পরিপত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনে খুলনা-ঢাকাগামী ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ২ মিনিটের যাত্রা বিরতি প্রদানের বিষয়ে মতামত প্রেরণ করেছেন মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে। এমতাবস্থায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনে খুলনা-ঢাকাগামী ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি প্রদানের বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। রেল মন্ত্রণালয়ের পরিপত্র জারি হওয়ার পর বাংলাদেশ রেলভবনে থেকে পরিপত্রটি গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা বৈষমী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর অনিক, সহকারি সদস্য সচিব তনময় হাসান তৌহিদ, সদস্য নাঈম শেখ।
বিকালে এই খবর দর্শনায় পৌঁছালে সন্ধ্যায় দর্শনা রেলবাজার মুক্তমঞ্চে একটি আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা মিষ্টিমুখ অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রিফাত। বক্তব্য রাখেন, দর্শনা পৌর জামায়াত ইসলামীর আমির সাইকুল আলম অপু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিম লিংকন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম সোহান প্রমুখ।
আলোচনা শেষে দর্শনা মুক্ত মঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে দর্শনা-মুজিবনগর সড়ক পরিদর্শন করে দর্শনা হল্ট স্টেশন এ শেষ হয়। পরে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।