দাদু ও আমি – সোমা মুৎসুদ্দী

 

আমি যদি দাদু হতাম
দাদু হতেন আমি।
বিশ্ব মাঝে হতেন দাদু
নামী এবং দামী।

দাদু যখন গল্প বলে
তখন আমি শুনি।
মনের মাঝে দাদু হব
স্বপ্ন তখন বুনি।

দাদু হয়ে যখন আমি
পাড়িয়ে দেবো ঘুম।
নাতি হয়ে দাদু তখন
কপলে দেয় চুম।

রোজ সকালে স্কুলে যায়
আমার হাতটি ধরে।
বিকেল বেলা গল্প করে
এসে আমার ঘরে।

দাদু তখন নাতি হয়ে
বসে আমার কাছে।
বলবে দাদু নতুন কিছু
গল্প তোমার আছে।