
দামুড়হুদায় "ওরা বন্ধু সংঘ"র উদ্যোগে ছাতিয়ানতলা ও কানাইডাঙ্গা গ্রামে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে "হাসবো মোরা প্রাণ খুলে, বাঁচবো সবাই মিলেমিশে" এই স্লোগান ধারণ করে উপজেলার নাটুদহ, কার্পাসডাঙ্গা ইউনিয়নের হাতিয়াতলা ও কানাইডাঙ্গা গ্রামে বিধবা, অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার (কম্বল) বিতরণ করা হয়।
ওরা বন্ধুর সংঘ'র প্রতিষ্ঠাতা ও সভাপতি দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুরশেদ বীন ফয়সাল (তানজির)-এর সভাপতিত্বে শীত নিবারণের জন্য শীতবস্ত্র (কম্বল) উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, দেশ ব্রিকস এর স্বত্বাধিকারী মো: আব্দুল কাদির।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সকলের চেষ্টা ও সহযোগিতায় আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর শীত নিরাময়ের জন্য নিজ নিজ দায়িত্ব আর কর্তব্য থেকে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। তিনি বলেন, মহান আল্লাহর ইচ্ছাতে প্রকৃতির অঘোর নিয়মে ঋতুর পালাবদল ঘটে।সত্য প্রবাহ ও কনকনে হিমেল হাওয়া দরিদ্র নিম্নবিত্ত পরিবারের সকলের জন্য বিরূপ প্রভাব ফেলে এসময় প্রকৃতি মানুষের অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে।সর্বোপরি এ ধরনের কার্যক্রমে সকল শ্রেণী পেশার বৃত্তশালী মানুষদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।
"ওরা বন্ধু সংঘে'র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাদের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আক্তারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহাজান আলী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাব্বির হোসেন, তিতুয়ার রহমান সহ উপকার ভোগীরা।
শীতবস্ত্র হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করেন, ৬৫ ঊর্ধ বিধবা উজানী, কমলা, খিলা খাতুন জানান, এর আগে আমরা কখনো কোনো প্রতিষ্ঠান বা সরকারিভাবে কম্বল পায়নি। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম শীতবস্ত পেলাম। যে সে পড়ছে এই শীতে বাঁচবো কি মরবো জানিনা। এই কম্বলটা পেয়ে অন্তত কিছুদিন শান্তিতে ঘুমাতে পারবো। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানে যারা আছে তারা আরো বেশি বেশি মানুষের পাশে থাকুক। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি অসহায় দুস্থ বিধবা মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুরশেদ বীন ফয়সাল (তানজির) বলেন, আমাদের সমাজের সংগতি সম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে শীতকাল আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশের বৃহত্তর জনজীবনে ঈদ বেদনার ধূসর বার্তা বাহক মাত্র।
শীতকালীন সময়ে শীতবস্ত্রের অনেক প্রয়োজন থাকলেও আমাদের সংগঠন ওরা বন্ধু সংঘ গুটি কয়েক মানুষের সহযোগিতায় আপনাদের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দিতে পারছি, এটি সত্যি আনন্দের। দামুড়হুদায় ওরা বন্ধু সংঘের উদ্যোগে শীতবস্ত্র উপহার বিতরণ কর্মসূচি'র শুভ উদ্বোধন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এরই মাধ্যমে প্রকাশ পায় আপনাদের প্রতি আমাদের মমত্ব ও ভালবাসা।
আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যারা আমাদের এ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। সর্বোপরি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি।