
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের শ্বশান ঘাট এলাকায় পাট পাহারা দিতে গিয়ে এক কৃষকের ওপর সশস্ত্র হামলা, মারধর, টাকাপয়সা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী তারিনীপুর গ্রামের মাঝ পাড়ার মৃত সাদু মন্ডল এর ছেলে মোঃ সোনাই মন্ডল (৬০) দামুড়হুদা মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ ও ১০/১২ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি সোমবার ডুগডুগি বাজারে গরুর হাঁট বসে এবং অতীতে একাধিকবার ডুগডুগি শ্মশান ঘাট এলাকায় হাঁটের দিন সেখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী সোনাই মন্ডল ডুগডুগি শ্বশান ঘাট নামক স্থানে পাট শুকিয়ে সেখানে গাদা দিয়ে রাখে এবং পাট যেন চুরি না হয়ে যায় সে কারণে সে ঐ জায়গাতে রাত্রে অবস্থান করে।
সে তার শুকানো পাট পাহারা দিচ্ছিলো। এমতাবস্থায় ঘটনার দিন রাতে কাদিপুর গাংপাড়ার মোঃ মানোয়ার ফকির এর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩০), মোঃ সেকেন্দার এর ছেলে মোঃ শাহিন আলী (২৫), মোঃ ইউসুফ আলী এর ছেলে মোঃ ইয়াকুব আলী (২২)এবং অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র রামদা, চা পাতি, চাইনিজ কুড়াল, লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত স্থানে চাঁদাবাজী, ছিনতাই বা অন্য কোন অসৎ উদ্দেশ্যে অবস্থান করে। কিন্তু এই বিষয়ে আমি কোন কিছুই জানি না। এক পর্যায়ে আকাশে মেঘ দেখে আমি পাটের গাদার চারিদিকে লাইট মারলে উক্ত লাইটের আলো বিবাদীদের দিকে গিয়ে লাগলে তারা সকলে আমার নিকট উপস্থিত হয়ে কোন কথা ছাড়াই আমাকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে।
তখন হঠাৎ আমার ওপর চড়াও হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তারা সোনাই মন্ডলের পাঞ্জাবির কলার ধরে মুখে ও নাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর অজ্ঞাতনামা হামলাকারীরা পা দিয়ে মাথা, বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। মারধরের সময় তার পাঞ্জাবি ও লুঙ্গি ধরে টানাটানি করে তাকে বস্ত্রহারা করে পকেট থেকে নগদ ২,৮৫০ টাকা ছিনিয়ে নেয়া হয়। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে ফেলার পর ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা চালালে ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে পথচারীরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
সোনাই মন্ডল বলেন, আমি তাদের চিনে ফেলেছি, বিবাদীরা আমাকে হত্যার হুমকি দিয়েছে এবং যেকোনো সময় আমার ও পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা বলছেন, এলাকায় এবং আশপাশে বিভিন্ন সময় চুরি ছিনতাই ও ডাকাতি হয়। কিন্তু কেউ জানে না তারা কারা। এবার তাদের মুখোশ উন্মোচিত হবে, কারণ পাট পাহারাদার সোনাই মন্ডল তাদেরকে চিনে ফেলেছে। যার কারণে তার উপর হত্যার হুমকি এসেছে। স্থানীয়দের দাবি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে এলাকায় আরো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে যাবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।