
দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সড়ক র্যালী, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহালদারের সভাপতিত্বে র্যালী, পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আমিরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ঈদ্রীস আলী, নতিপোতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মুফতি মামুনুর রশীদ, গিতা পাঠ করেন নারায়ণ চন্দ্র পাল। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী আব্দুর রশিদ।