
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠাল তলায় চাউলের দোকানে প্রকাশ্যে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। গত সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক চাউলের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে নেমে এসেছে উদ্বেগ ও আতঙ্কের ছায়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় দোকান মালিক আজহারুল ইসলাম দুপুরের খাবারের জন্য দোকান বন্ধ করে বাড়ি যান। ফেরার পর তিনি দেখতে পান, দোকানের টিন কেটে সিটকিনি খুলে ভিতরে প্রবেশ করেছে চোরের দল। তারা ক্যাশে থাকা প্রায় ৯ হাজার ৬শ টাকা নিয়ে পালিয়ে যায়।
আজহারুল ইসলাম বলেন, “আমি মাত্র কিছু সময়ের জন্য দোকান বন্ধ রেখে বাড়ি গিয়েছিলাম খাবার খেতে। ফিরে এসে দেখি দোকানের টিন কেটে চোর ঢুকে টাকার ক্যাশ লুট করে নিয়ে গেছে। দিনে-দুপুরে এভাবে চুরি হবে, তা ভাবতেও পারিনি।” ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানদাররা জানান, এ ধরনের ঘটনা যদি প্রকাশ্যে দিনে-দুপুরে ঘটে, তবে তাদের ব্যবসা নিয়ে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে ডুগডুগি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী দুপুরে টিফিন খেতে আসলে উক্ত চাউলের দোকানের কাছে আসে এবং সেখানে আগে থেকে ৩ জন উপস্থিত ছিলো। তারা তিনজন ওই শিক্ষার্থীদের কে চাউল এর দোকানের কাছে দেখে তাড়িয়ে দেয়। শিক্ষার্থী বলে, ওই তিনজনের মধ্যে একজনের মুখে বড় দাড়ি ছিল, দেখতে কালো ও চিকন মিডিয়াম। স্থানীয়রা প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা ওই দোকানের কাছে আসলে তাদেরকে কেন তাড়িয়ে দেয়া হলো।
স্থানীয়রা বলেন, মূলত ওই চাউলের দোকানের পেছনে রয়েছে একটি বাগান এবং সে বাগানে নিয়মিত মাদকের আসর চলে, হয়তো সেখানকারই কোন মাদক সেবীরা এই ঘটনা ঘটাতে পারে। তবে শিক্ষার্থী বলেছে তাদেরকে দেখলে সে চিনতে পারবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল রানা বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।