
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নবাগত সদ্য দায়িত্বপ্রাপ্ত, তরুণ ও উদ্যমী প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল কে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ইউএনও হিসেবে দায়িত্ব পেলেও তিনি এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সভায় উপজেলার সর্বত্র বিরাজমান নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরেন সাংবাদিকরা। বিশেষ করে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ, দামুড়হুদা বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা, প্রধান সড়কের পাশে যত্রতত্র আবর্জনার স্তুপ (বিশেষত ডুগডুগি হাসপাতালের সামনে ও দর্শনা রেলগেট এলাকায়), কার্পাসডাঙ্গায় সহ উপজেলায় কমপক্ষে ২-৩ টি উপযুক্ত স্থানে ধানের হাট স্থাপন এবং উন্নয়নমূলক কাজের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিকরা বলেন, বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সাধারণ মানুষ জানতে না পারায় অনেক ইতিবাচক কাজ আড়ালেই রয়ে যায়। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের নিয়মিত তথ্য সহযোগিতা প্রয়োজন বলে মত দেন তারা।
সভায় ইউএনও উবায়দুর রহমান সাহেল বলেন, আমার দায়িত্বের প্রথম দিন থেকেই আমি চাই আপনাদের সাথে নিয়ে কাজ করতে। পরিবারে মূল্যবোধ না থাকলে সমাজের শৃঙ্খলা আসবেনা, এই মূল্যবোধকে ধরে রেখে কাজ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সার, প্রাণী সম্পদ, সমাজসেবা, এসব বিষয়ে আপনাদের মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেগুলো নিয়ে আমি কাজ করব।
তিনি আরও বলেন, আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে আমি এই উপজেলার প্রকৃত চিত্র জানতে পারলাম। সমস্যার পাশাপাশি এখানে অসীম সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে কাজ করবো। সরকারের নির্দেশনার ভেতরে থেকে যতটুকু করা সম্ভব আমি আন্তরিকভাবে করব। আমি কাজ করলে আপনারা আমাকে মনে রাখবেন। আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে ইউএনও আরও বলেন আমার বদলি মূলত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে। নির্বাচনের আগে ও পরে যেন সুষ্ঠু পরিবেশ থাকে, এটা নিশ্চিত করতে চাই।
দামুড়হুদা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ইউএনও উবায়দুর রহমান সাহেল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহাম্মেদ, হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সহসভাপতি মোজাম্মেল শিশির। প্রেসক্লাব সদস্য শেখ হাতেম, জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ প্রমূখ।