
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সাথে মতবিনিময় করেছেন দামুড়হুদা ফারিয়ার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা গত মাসে বদলি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন আরএমও ফারহানা ওয়াহিদ (তানি)। দীর্ঘ এক মাস দায়িত্ব পালনের পর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. মশিউর রহমান।
যোগদানের পর ফারিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ফারিয়ার সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও ইউরোফার্মা কোম্পানির প্রতিনিধি মোজাম্মেল হক; সহ-সভাপতি ও অপসোনিন কোম্পানির প্রতিনিধি ফিরোজ আহমেদ; কোষাধ্যক্ষ ও সিনা ল্যাবরেটরিজ কোম্পানির প্রতিনিধি ডালিম উদ্দিন; পরিবেশ বিষয়ক সম্পাদক ও একমি কোম্পানির প্রতিনিধি গৌতম; রেনেটা কোম্পানির প্রতিনিধি মেহেদী হাসান; স্কয়ার কোম্পানির প্রতিনিধি শহীদুজ্জামান, জনি ও ইমরান; বেক্সিমকো কোম্পানির প্রতিনিধি শ্রী সিমান্ত কুমার এবং অপসোনিন কোম্পানির প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।
এ সময় ডা. মশিউর রহমান বলেন, “আমি এখানে যোগদানের পর হাসপাতালের সব বিভাগ ঘুরে দেখেছি এবং সবার সঙ্গে কথা বলেছি। তাতে মনে হয়েছে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে হাসপাতালটি পরিচালনা করা সম্ভব। আমি যতদিন এই হাসপাতালে কর্মরত থাকব, সততা ও নিষ্ঠার সাথে সরকারি সব সেবামূলক কাজ করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করব ইনশাআল্লাহ। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।