
দামুড়হুদায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধাজনক সময়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: কুচকাওয়াজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আলোকসজ্জা, সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলন। এছাড়া ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যোদ্ধা পরিবারের সংবর্ধনা, বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, হা-ডু-ডু ও ফুটবল খেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা অন্তর্ভুক্ত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে. এইচ. তাসফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, দামুড়হুদা থানা জামাতের আমীর নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ উদ্দৌলা টিটন, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, সুধীবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


