দামুড়হুদা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফাঁস হলো মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণের ঘটনা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুড়ানপুর ও চিৎলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঔষধ, সার, কীটনাশক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তদারকি করা হয়। মূল্যবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে জুড়ানপুরস্থ মো. নওশাদ ইসলামের মেসার্স মহিদুল মেডিকেল হলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মো. আবু বকর সিদ্দীকের চিৎলা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণ ও ব্যবহারের কারণে একই আইনের ৫১ ধারা অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সমস্যার সমাধান, মূল্য তালিকা হালনাগাদ, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।